করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নয়জন, রাজশাহীর ছয়জন এবং নওগাঁর একজন। মৃত্যু হওয়া ১৬ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৬ জনের করোনা উপসর্গ ছিল। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তারা।
ডা. সাইফুল আরও জানান, শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি।
এর আগে গত বুধবার রামেকে ৯ করোনা রোগীর মৃত্যু হয়। এদের মধ্যে কেউ সরাসরি করোনায় আক্রান্ত ছিলেন, আবার কেউই ভাইরাসটি উপসর্গে। এ নিয়ে গত ২৪ মে থেকে আজ ৪ জুন পর্যন্ত ১২ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৯৩ জন।
Leave a Reply