সরকার চীনের কোম্পানি সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার। আজ বৃহস্পতিবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
শাহিদা আক্তার বলেন, স্বাস্থ্য বিভাগ চীনের কোম্পানি সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনবে। আগামী জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস ধরে টিকা দেশে আসবে। সিনোফার্ম প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা সরবরাহ করবে।
Leave a Reply