মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের দাবি, গত বছরের নভেম্বরে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে জালিয়াতি করেছে এনএলডি। রয়টার্স। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই বৈঠকে এনএলডিসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি।
জান্তা সরকার সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সো বলেন, এনএলডি যে জালিয়াতি করেছে তা অবৈধ, ‘তাই আমরা দলটির রেজিস্ট্রেশন বাতিল করব।’ তিনি আরও বলেন, ‘যারা এটি করেছে তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হবে এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
জান্তা সরকারের মুখপাত্র এবং এনএলডির উৎখাত হওয়া নেতাদের ঘোষিত জাতীয় ঐকমত্যের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।
জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ও ডেভেলপমেন্ট পার্টির এক মুখপাত্র বলেছেন, বৈঠকে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যা তখনো চলছিল এবং তিনি বৈঠকের ফল সম্পর্কে কিছু জানেন না
Leave a Reply