সোশ্যাল মিডিয়াতে প্রশংসা কুড়িয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে ক্রিকেটের মাঠের জন্য নয়, এ প্রশংসার জন্ম দিয়েছেন জনপ্রতিনিধির ভূমিকা দেখিয়ে। সম্প্রতি নড়াইল-২ আসনের এই সংসদ সদস্যের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে মাশরাফীকে স্থানীয় বিক্ষোভকারীদের সুন্দর কথার মাধ্যমে শান্ত করতে দেখা যায়। যা এ বাংলা পেরিয়ে ওপার বাংলাতেও আলোড়ন সৃষ্টি করেছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাশরাফীর ভিডিওটি শেয়ার করে ভারতীয় নেটিজেনরা বেশ প্রশংসা করেছে। এ ছাড়াও ভারতীয় নেতারদের কাছে এ ভিডিও দেখে শিক্ষা গ্রহণের আর্জি জানিয়েছে তারা।
ভিডিওতে মাশরাফীকে বলতে দেখা যায়, ‘আমি যে তিন কিলোমিটার রাস্তা এলাম, দেখলাম ইটের দেয়াল ভাঙা। বৃদ্ধ মহিলা, আমার মায়ের বয়সী, পায়ে ধরছেন। দেখলাম তার ঘর ভেঙে গিয়েছে। কার ইন্ধনে করছেন এমন? তারা আপনাদের কী দেয়? খেতে দেয়? ধরে নিলাম আমার কথাতে করেছেন। আমি খেতে দিই? পরতে দিই? ছেলেমেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করে দিই? তা হলে আমি কীসের নেতা?’
এমন অনেক কথা বলতে দেখা যায় মাশরাফীকে। একজন আদর্শ নেতার মতো মাশরাফীর কাজটা নেটিজেনদের ভালোবাসা কুড়িয়েছে। অনেকেই বলেছেন, ‘প্রতিটা কথা মনের কথা। সাধারণ মানুষ এই জিনিসগুলো যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো হবে। ভারতীয় নেতাদেরও এটা দেখে শেখা উচিত।’
Leave a Reply