ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করার জন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া ঢাকা-১০ আসনে প্রার্থী হতে চান এ সিটির বিদায়ী মেয়র সাঈদ খোকন।
এ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন তিনি। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।
ঢাকা-১০ আসনে এ পর্যন্ত সব মিলিয়ে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
খোকন বাদে অন্যরা হলেন- মেজর ইয়াদ আলী ফকির, মো: শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো: কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান ও কাজী মোর্শেদ হোসেন কামাল।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গত ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
Leave a Reply