সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা আরোহী দুই শিশুসহ ৫ যাত্রী নিহত হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
আজ রোববার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, নুরপুর ফেরিঘাট এলাকা থেকে অটোরিকশাটি মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক সেটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে আরেকজন মারা যান। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানান ওসি।
অটোরিকশার চালক এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। পুলিশ নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
Leave a Reply