ভারতে সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেল দৈনিক সংক্রমণ সংখ্যা। সোমবার দেশটিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। সক্রিয় রোগীও বাড়তে বাড়তে ২৮ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির সংক্রমণের হার গোটা মহামারী পর্বে সর্বোচ্চ। যত লোকের করোনা পরীক্ষা হয়েছে তাদের প্রতি চারজনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
সাড়ে ৩ লাখ নতুন আক্রান্তের জেরে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের মোট মৃত্যুও ১ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ। অর্থাৎ যে সংখ্যক মানুষের পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে প্রতি চারজনে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ৩০ হাজার ৯০৭ জন। এ নিয়ে দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ২৮ লাখ ১৩ হাজার ৬৫৮ জন। সক্রিয় রোগীর বৃদ্ধির জেরে স্বাস্থ্য পরিষেবাতে ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালে ঘুরে ঘুরেও শয্যা ফাঁকা পাচ্ছেন না রোগীরা। অনেক হাসপাতালেই একই শয্যায় থাকতে হচ্ছে একাধিক রোগীকে। পাশাপাশি অক্সিজেনের অভাবও দেশে প্রকট। এরই মধ্যে দেশে চলছে কোভিড টিকাকরণ। যদিও গত ২৪ ঘণ্টায় টিকা দেয়া হয়েছে মাত্র ৯ লাখ ৯৪ হাজার ৮০৬ জন। এ নিয়ে দেশে টিকার ডোজ দেয়া হয়েছে ১৪ কোটি ১৯ লাখ ১১ হাজার ২২৩ জন।
সূত্র : আনন্দবাজার
Leave a Reply