1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

মারা না যাওয়া পর্যন্ত গুলির নির্দেশ, অতঃপর…

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১

মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি করো। এমন নির্দেশ পেয়ে তা প্রত্যাখ্যান করেছেন মিয়ানমার পুলিশের ল্যান্স কর্পোরাল থা পেং। কয়েকবার সেই নির্দেশ অমান্য করে তিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। নিজেই এ কথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। থা পেং বলেছেন, গত ২৭ শে ফেব্রুয়ারি খামপাত শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাবমেশিনগান থেকে গুলি করতে নির্দেশ দেয়া হয়। সেদিন তিনি নির্দেশ প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, পরের দিন একজন অফিসার আমাকে নির্দেশ দিয়ে বললেন, তুমি কি গুলি করতে পারবে? ২৭ বছর বয়সী এই ল্যান্স কর্পোরাল এমন নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। এরপর পুলিশ বাহিনী থেকে পদত্যাগ করেন।

১লা মার্চ বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে ভারতের উদ্দেশে পথে পা বাড়ান। তিন দিন সফরে করেন, বিশেষ করে রাতে, যাতে কেউ তাকে ধরতে না পারে। এরপর ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। মঙ্গলবার তিনি রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন, এ ছাড়া আমার সামনে কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি নিজের নামের অংশবিশেষ শুধু জানিয়েছেন নিরাপত্তার জন্য। এ সময় তিনি পুলিশে চাকরি এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করেছেন নিজের নামকে প্রতিষ্ঠিত করতে। থা পেং বলেছেন, তার সঙ্গে ২৭শে ফেব্রুয়ারি আরো ৬ জন সহকর্মী ঊর্ধ্বতন এক অফিসারের নির্দেশ অমান্য করেন। তবে বাকিদের নাম জানাননি তিনি। তবে তার সব দাবি যাচাই বাছাই করা যায়নি। এর আগে ১লা মার্চ মিজোরামে আরেক মিয়ানমারের ল্যান্স কর্পোরাল ও তিন কনস্টেবল একই রকম বক্তব্য দিয়েছিলেন। তারাও পালিয়ে ভারতে চলে গিয়েছেন। তাদের বিষয়ে মিজোরাম পুলিশ লিখিত তথ্য সন্নিবেশ করেছে। এতে ওই চার ব্যক্তির সম্পর্কে বিস্তারিত তথ্য এবং তারা কেন পালিয়ে ভারতে গিয়েছেন তা লিপিবদ্ধ করা হয়েছে। এতে মিজোরাম পুলিশকে দেয়া এক যৌথ ঘোষণায় ওই চারজন বলেছেন, দেশের বিভিন্ন স্থানে অভ্যুত্থান বিরোধীদের ওপর গুলি করতে নির্দেশনা দেয়া হয়েছে আমাদের। গণঅসহযোগ আন্দোলন যখন জোরালো হয়ে উঠেছে, সেখানে আমরা নিজেদের জনগণের বিরুদ্ধে, যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করতেন, তাদের ওপর গুলি করতে পারি না।

মিয়ানমারের সামরিক জান্তা গত ১লা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে নেত্রী অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট সহ শীর্ষ নেতাকর্মীদের গ্রেপ্তার করে। তারপর থেকে অব্যাহত বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৫২ জন মারা গেছেন। সামরিক জান্তা বলেছে, তারা সর্বোচ্চ সংযত থেকে পরিস্থিতি মোকাবিলা করছে। কিন্তু বিক্ষোভকারীরা দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারী এবং স্থিতিশীলতার বিরুদ্ধে হামলা করছে। কিন্তু পলাতক পুলিশ কতর্মকর্তা পেং যে দাবি করেছেন, তাতে তাদেরকে গুলি করে হত্যা করতে নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনার বিরুদ্ধে গিয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছেন। শুধু পুলিশ সদস্য নন, মিয়ানমারের কমপক্ষে ১০০ মানুষ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন। এর মধ্যে বেশির ভাগই পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্য। এর মধ্যে কয়েকজন আশ্রয় নিয়েছেন মিজোরামের চামপাই জেলায়। সেখানে মিয়ানমারের তিন নাগরিকের সাক্ষাৎকার গ্রহণ করেছে রয়টার্স। তারা পুলিশে চাকরি করতেন। এ সময় থা পেং তার আইডি কার্ড দেখানো ছাড়াও নিজের একটি ছবি দেখিয়েছেন পুলিশের ইউনিফর্ম পরা। তিনি জানিয়েছেন ৯ বছর আগে পুলিশে যোগ দিয়েছিলেন। তার মতে, পুলিশি নিয়ম অনুযায়ী, বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছুড়ে অথবা হাঁটুর নিচে গুলি করার নিয়ম আছে। কিন্তু তাকে ঊর্ধ্বতন মহল থেকে নির্দেশনা দেয়া হয়েছিল মারা না যাওয়া পর্যন্ত গুলি করতে।
নগুন হ্লয়েই পুলিশের কনস্টেবল। তিনি মান্দালয়ে অবস্থান করছিলেন। তাকেও গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। তবে কবে এটা ঘটেছিল তা তিনি বলতে পারেননি। কোনো ব্যক্তিকে তিনি গুলি করে হত্যা করেছেন কিনা তা জানা যায় নি। তিনি এবং থা পেং বলেছেন, তারা মনে করেন মিয়ানমারের সামরিক জান্তার নির্দেশেই তাদেরকে গুলি করতে আদেশ দেয়া হয়েছে। একই রকম কথা বলেছেন অন্যরাও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com