তামিম ইকবালের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কোনো ফরম্যাটেই সাফল্য নেই টাইগারদের। এবারও লাল-সবুজদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা এখন নিউজিল্যান্ডে রয়েছেন। আগামী ২০ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে সিরিজ।
আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এটিই তামিমের প্রথম বিদেশ সফর। এর আগে জানুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে তার অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয়েছে। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ভালো করবে বলে আশাবাদী মাশরাফি বিন মোর্ত্তজা। তামিমের নেতৃত্বের ওপর আস্থা রাখছেন সাবেক অধিনায়ক। নড়াইল এক্সপ্রেস বলেছেন, ‘আমার বিশ্বাস তামিমের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজ ভালো করবে বাংলাদেশ।’
মাশরাফি ছিলেন ওয়ানডে অধিনায়ক। তবে গত বছর জিম্বাবুয়ে সিরিজে তিনি নেতৃত্বভার ছেড়ে দেন। এর পর বিসিবি নেতৃত্বের ঝা-া তুলে দেয় তামিমের হাতে। এবারের নিউজিল্যান্ড সফরে তামিম অবশ্য পাচ্ছেন না সাকিবকে। তার তৃতীয় সন্তান পৃথিবীতে আসতে চলেছে। এ কারণে ছুটি নিয়েছেন সাকিব। মাশরাফি বলেন, ‘আমরা সবাই জানি, নিউজিল্যান্ড খুব কঠিন জায়গা। সেই সঙ্গে সাকিব নেই, সব মিলিয়ে কঠিন। কিন্তু যাওয়ার আগে তামিম যেভাবে কথা বলেছে, সেটি খুবই পজিটিভ।’
মাশরাফি মনে করেন, তামিমদের চাপমুক্তভাবে খেলতে দিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করবেন তারা। তিনি বলেন, ‘সবাই আশা করছে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে ভালো করবে। কিন্তু আমার কাছে মনে হয় না দলকে অপ্রযোজনীয় চাপ দেওয়া উচিত। আমরা সবাই জানি কন্ডিশনটা কঠিন। ওখানে আমরা যদি এখান থেকে ভালোভাবে সাপোর্ট দিই, ওই চাপটা থেকে যদি ওদের মুক্ত করে দিই, তা হলে আমি নিশ্চিত টিম ভালো খেলতে পারবে।’
Leave a Reply