টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসিস। সীমিত ওভারের ক্রিকেটে নজর দিতে তার এ সিদ্ধান্ত। বুধবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণাটি জানান তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করে প্রোটিয়া ক্রিকেটার ডু প্লেসিস লেখেন, ‘১৫ বছর আগে কেউ যদি আমাকে বলতো, তুমি দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি টেস্ট ম্যাচ খেলবে এবং দলকে নেতৃত্ব দেবে। তাহলে তাদের কথা আমি বিশ্বাস করতাম না। আমার টেস্ট ক্যারিয়ারের পেছনে যাদের অবদান আছে তাদের ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আমার স্ত্রী এবং পরিবারের প্রতি কৃতজ্ঞ আমি।’
করোনার কারণে পিছিয়ে দেওয়া হয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই টানা দুই বছর আয়োজিত হবে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের বিশ্ব আসর। ফাফ ডু প্লেসিস বলেন, ‘সামনের দুই বছর টানা দুটি বিশ্বকাপ হবে। আমি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই ভাবতে চাই। আমি বিশ্বাস করি এই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকাকে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। তারমানে এই না যে ওয়ানডে ক্রিকেট নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। তবে এই স্বল্প সময়ে আপাতত টি- টোয়েন্টি ক্রিকেটকে প্রাধান্য দিতে চাই।’
৬৯টি টেস্টে ৪১৬৩ রান করেছেন ডু’প্লেসি। রয়েছে ১০টি শতরান, ২১টি অর্ধশতরান। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। তার পরেই অবসরের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক। শেষ টেস্টগুলোতে ব্যাট হাতেও তেমন ছন্দে ছিলেন না ডু’প্লেসি।
Leave a Reply