করোনার কারণে গত কয়েক মাস গান থেকে দূরে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। সম্প্রতি আবারও গানে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি প্রকাশ করেছেন ‘অন্ধ প্রহর’ শিরোনামে নতুন এক গান। পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আরও কয়েকটি গানে। যা প্রকাশ হবে ধারাবাহিকভাবে।
কর্ণিয়ার ভাষ্য, ‘করোনাকালীন সময়ের পর সব কিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে। তবে স্টেজ শো এখনো তেমনভাবে শুরু হয়নি। কর্পোরেট শোগুলো হচ্ছে। আপাতত তাই করছি। পাশাপাশি নতুন গানের কাজ হচ্ছে নিয়মিত। ক’দিন আগে একটি গান প্রকাশ করেছি। আরও একটি গানের কাজ শেষ করেছি। নতুন এই গানের শিরোনাম “খেয়ালী”। ভালোবাসা দিবসকে সামনে রেখে এটি প্রকাশ হবে ভিডিও আকারে।’
ইউটিউবে ‘থার্টি মিনিটস উইথ কর্ণিয়া’ নামে একটি অনুষ্ঠান করছেন এই গায়িকা। কেমন সাড়া পাচ্ছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘নিজের ইউটিউব চ্যানেলটাকে সক্রিয় রাখতেই এই অনুষ্ঠানটি করা। এরই মধ্যে ১৫টি পর্ব প্রচার হয়েছে। ভক্ত-দর্শকদের সাড়ার কারণেই এতগুলো পর্ব করা। মূলত, প্রতি সোমবার আমার ইউটিউব চ্যানেলে “থার্টি মিনিটস উইথ কর্ণিয়া”র নতুন পর্ব প্রচার হয়ে থাকে। এতে ভক্তদের গান শোনানোর পাশাপাশি তাদের সঙ্গে দারুণ এক আড্ডা হয়।’
এর মধ্যে নতুন কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন? উত্তরে কর্ণিয়া বলেন, ‘সবশেষ “দ্য এডভাইজার” চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। চলচ্চিত্রের গানের বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলে জানাতে পারবো।’
এদিকে, কয়েক মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কর্ণিয়া। কেমন চলছে নতুন জীবন? উত্তরে এই গায়িকা বলেন, ‘আমরা বেশ ভালো আছি। আমাদের সংসার জীবন এখনো শুরু হয়নি। ইচ্ছে আছে, এ বছর একটি অনুষ্ঠান আয়োজন করার। এরপর সবার দোয়া নিয়ে সংসার জীবন শুরু করতে চাই।’
Leave a Reply