দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ দল। আজ বুধবার সকালে ইসলামবাদ পৌঁছেছে মুমিনুলরা। গতকাল সন্ধ্যায় দেশ ছেড়েছেন তারা।
প্রথমবার টি-২০ সিরিজ খেলতে বিশেষ বিমানে পাকিস্তান গেলেও, এবার কাতার এয়ারওয়েজের নিয়মিত একটি ফ্লাইটে দোহা হয়ে ইসলামাবাদ গেছে বাংলাদেশ টেস্ট দল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল টুইটার থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। টুইট করা হয়েছে, নিরাপদেই রাওয়ালপিন্ডি পৌঁছেছেন মুমিনুলরা।
পিসিবির পক্ষ থেকে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার জন্য স্বাগত জানানো হয়েছে বাংলাদেশ টেস্ট দলকে। টুইটে লেখা হয়েছে, ‘ইসলামবাদে বাংলাদেশ দল। অতিথিদের রাজধানীতে স্বাগতম। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। এখনই ম্যাচের টিকিট সংগ্রহ করে ফেলুন।’
টুইটে ইসলামবাদ বিমানবন্দরে বাংলাদেশ দলের কিছু ছবিও দেয়া হয়েছে।
আজ আর অনুশীলনে নামবে না মুমিনুলরা। হোটেলে বিশ্রাম করবেন। আগামীকাল সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন করার কথা।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।
Leave a Reply