মানুষ যে যত্ন করে অন্যকে কষ্ট দেয়, তার অর্ধেক যত্ন নিয়ে যদি ভালোবাসত তবে পৃথিবীটাই বদলে যেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার শাহজিরগাঁও গ্রামের স্কুলের পশ্চিমের মাঠে শেখ নেছার আহমদ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভিন্ন ইস্যুতে ফেসবুক লাইভ নিয়ে দেশব্যাপী আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘আমাদের এই দেশে কোনো ভালো কাজ নষ্ট করে দেওয়া একবারে সোজা, কিন্তু তৈরি করা অনেক বেশি কঠিন। মাত্র দুই লাখ বিদেশি লোক বাংলাদেশে আছে, যারা প্রতিবছর বেতন বা বিভিন্ন লাভ হিসেবে ৩৫ হাজার কোটি টাকা নিয়ে যায়। আমাদের যোগ্যতা সম্পন্ন লোক না থাকায়, তাদেরকে নিয়ে আসতে হয়। বছরে ওই ৩৫ হাজার কোটি টাকা দেশে রাখা গেলে অন্তত সরকারিভাবেই প্রত্যন্ত অঞ্চলেও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা যেত। আর করা যেতই বা কীভাবে! বিগত ২৪ বছরে লুটেপুটে বাংলাদেশের ফুটবল ফেডারেশনটাকেই খেয়ে ফেলা হয়েছে। বিভিন্ন দলের নামে, নেতার নামে হাজারো কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির টাকা আটকানো গেলে সেই টাকায় আরও একহালি পদ্মা সেতু করা যেত।’
এ সময় যুবলীগে তাকে আইন সম্পাদক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন যে নতুন যুবলীগ তৈরি হয়েছে, তারা কোনো অন্যায় বা অপরাধ করলে আমরা কেন্দ্রীয় যুবলীগ তাদেরকে কোনোরকম ছাড় দেব না।’ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শেখ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উদ্বোধনী খেলায় আবসান খান এসফি-টেংরাকে ০-২ গোলে হারিয়ে জয়লাভ করে আবিদ এফসি-পশ্চিম চান্দশীরকাপন। পরে একই মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের কাছে ২-০ গোলে পরাজিত হয় হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।।
Leave a Reply