করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেছেন।
অপু জানান, গতকাল মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআর’এ স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মন্ত্রী এবং সচিব এখন সুস্থ আছেন। উনাদের শরীরে করোনার কোনো লক্ষণ নেই।
এর আগে গত সোমবার রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকসে তৃতীয় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর করোনার নেগেটিভ ফল আসে। আগের দিন রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের করোনা নমুনা পরীক্ষার ফল নেগেটিভ ফল আসে।
তার আগে গত ১৪ নভেম্বর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) প্রথম নমুনা পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করোনাভাইরাস পজিটিভি হন।
Leave a Reply