মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টি নির্বাচন বিভাগের সামনে যে দৃশ্য তৈরি হয়েছে তাকে ঝলমলে বললে কম বলা হবে। এই রাজ্যের ট্রাম্প সমর্থকরা চান প্রতিটি ভোট যেন গণনা করা হয়।
তাদের আশা, এতে হয়তো ট্রাম্প কিছুটা এগিয়ে যেতে পারবেন। এখানে অনেক সমর্থককে দেখা যায় ট্রাম্পের বিজয়ের জন্য প্রার্থনা করছেন।
নেভাদায় বাইডেন ১.৭% ভোটে এগিয়ে আছেন। এবং রাজ্যের ৯২% ভোট ইতোমধ্যেই গণনা করা হয়ে গেছে।
অ্যারিজোনায় ট্রাম্পপন্থীদের বিক্ষোভ
এদিকে অ্যারিজোনার ফিনিক্স শহরে যখন ভোট গণনা চলছে তখন ম্যারিকোপা কাউন্টির নির্বাচন বিভাগের সামনে বিক্ষোভ শুরু করে ট্রাম্প সমর্থকরা। একপর্যায়ে সেখানে ভাষণ দেয়ার জন্য হাজির হন উগ্র ডানপন্থী রেডিও শো-র হোস্ট অ্যালেক্স জোন্স। সূত্র : বিবিসি
Leave a Reply