1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

নীতি-কৌশলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন ট্রাম্প : মিশেল ওবামা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ট্রাম্পযুক্তরাষ্ট্রের নির্বাচনে চলমান বিতর্ক বন্ধ করার আহ্বান জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। ডেমোক্র্যাটিক মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষে আমেরিকানদের ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘সত্য বলতে আমরা কোনো বিষয় সম্পর্কে আমাদের এই প্রেসিডেন্টকে (ডোনাল্ড ট্রম্প) বিশ্বাস করতে পারছি না। রিপাবলিকান এ প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হলে তার এসব নীতি-কৌশলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন।’

ট্রাম্পকে ‘বর্ণবাদী’ প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তার কঠোর সমালোচনা করেছেন মিশেল। তার দাবি, ট্রাম্পের নীতি ও কৌশল জনগণের মধ্যে আতঙ্ক ও বিভক্তি তৈরি করে, ষড়যন্ত্র তত্ত্বের প্রসার ঘটিয়েছে।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের সমর্থনে গত মঙ্গলবার দেওয়া ২৪ মিনিটের একটি ভিডিও বার্তায় এসব কথা বলেন সাবেক ফার্স্ট লেডি। সেখানে করোনা মহামারি, বর্ণবাদসহ বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কঠোর সমালোচনা করেন মিশেল ওবামা।

ওবামা পত্নী বলেন, ‘ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্ররা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের মধ্যে অন্যায়ভাবে ভীতি তৈরি করছেন।’ করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ট্রাম্প ইচ্ছে করেই এ সংকট মোকাবিলার ক্ষেত্রে অব্যবস্থাপনা করেছেন। ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম ও কোরিয় যুদ্ধে সম্মিলিতভাবে যত আমেরিকান নিহত হয়েছে, তার চেয়ে করোনা মহামারিতে আরও অনেক বেশি মানুষের প্রাণহানি হয়েছে।’

মিশেল ওবামা আরও বলেন, ‘সাত মাস পার হলেও এখনও করোনা ভাইরাস নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। সাত মাস পরে তিনি এখন একটি মাস্ক পরেছেন কিন্তু ধারাবাহিকভাবে তা পরবেন না। অন্যদেরও এটি করার জন্য উৎসাহিত করবেন। অথচ এই সাধারণ কাজগুলি অগণিত জীবন বাঁচাতে পারে।

জো বাইডেনকে ভোট দেওয়ার জন্য আমেরিকানদের আহ্বান জানিয়ে মিশেল বলেন, ‘ট্রাম্প ভীতি, বিভক্তি ও বিশৃঙ্খলা ছড়াচ্ছেন, তিনি প্রেসিডেন্সির জন্য উপযুক্ত নন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com