মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন। এর পর ট্রাম্প জানিয়েছেন, এখন তার দারুণ লাগছে। তিনি আরও জানিয়েছেন, বাইডেনের সঙ্গে পরবর্তী বিতর্কের জন্য উন্মুখ হয়ে আছেন। অন্যদিকে বাইডেন বলছেন, আক্রান্ত অবস্থায় ট্রাম্পের সঙ্গে বিতর্কে যেতে নারাজ। তবে সামনের কয়েক দিন তিনি পর্যবেক্ষণ করতে চান। খবর সিএনএন।
ফ্লোরিডায় ১৫ অক্টোবর ট্রাম্প-বাইডেনের মধ্যে মুখোমুখী দ্বিতীয় বিতর্ক হওয়ার কথা রয়েছে। এই তারিখ পূর্ব নির্ধারিত থাকে। এর মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হন ট্রাম্প। যদিও বলা হচ্ছে এখন তিনি অনেকটা সুস্থ। কিন্তু তাই বলে আগামী কয়েক দিনের মধ্যেই কি তিনি বিতর্কে অংশ নিতে পারবেন? বিতর্ক অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিসহ অন্যরা ঝুঁকিতে পড়বেন না তো? এমন অনেক প্রশ্ন ওঠে আসছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রেওয়াজ অনুযায়ী প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর ট্রাম্প-বাইডেন প্রথম বিতর্কে মুখোমুখী হয়েছিলেন। ওই বিতর্কে রীতিমতো ‘বিড়ালের ঝগড়া’ শুরু করে দেন তারা। একে অপরকে ব্যক্তিগত আক্রমণও করেন। তিক্ত বাক্য বিনিময় হয়। এ কারণে দ্বিতীয় বিতর্কের জন্য অনেকেই অপেক্ষা করছেন যে সেখানে আসলে কী হয়! আর তৃতীয় বিতর্কটি অনুষ্ঠিত হওয়ার কথা ২২ অক্টোবর, ন্যাশভিলে। ট্রাম্পের চিকিৎসকরা বলেছেন, প্রেসিডেন্টের করোনার উপসর্গগুলোর উপশম ঘটেছে। তিনি সুস্থ হয়ে উঠছেন। কিন্তু উপসর্গ না থাকলেও কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আইসোলেশনে থাকতে হয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার নিজেই একটি টুইট করে বলেন, তিনি ১৫ অক্টোবর সন্ধ্যায় ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠেয় বিতর্কের দিকে তাকিয়ে আছেন। বিতর্কটি দুর্দান্ত হবে বলে তার আশা। ট্রাম্পের প্রচার শিবির থেকেও বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রার্থীদের পরবর্তী বিতর্কে ডোনাল্ড ট্রাম্প সশরীরে উপস্থিত থাকবেন।
এ বিষয়ে বাইডেন বলছেন, ‘আমি মনে করি, আমাদের খুব কঠোর নির্দেশিকা অনুসরণ করা উচিত। অনেক মানুষ সংক্রমিত হয়েছে। এটা একটি অত্যন্ত গুরুতর সমস্যা।’ একই সঙ্গে তিনি বিশেষজ্ঞদের নির্দেশিকা অনুযায়ী চলবেন বলেও জানিয়েছেন।
Leave a Reply