এর আগে গাছে চড়ে কোনো মন্ত্রী পর্যায়ের মানসিকভাবে সুস্থ ব্যক্তি ভাষণ দিয়েছেন বলে শোনা যায়নি। তবে শ্রীলংকার এক মন্ত্রী নারকেলগাছে চড়ে দেশবাসীকে নারকেল-সংকটের বার্তা দিয়ে আলোচনায় এসেছেন। দেশটির নারকেল, ফিশটেইল পাম, তাল ও রবার চাষ এবং সংশ্লিষ্ট শিল্পপণ্য উৎপাদন ও রপ্তানি বৈচিত্র্যকরণ বিষয়ক প্রতিমন্ত্রী অরুন্দিকা ফার্নান্দো গত শুক্রবার এমন কাণ্ড করেছেন।
শ্রীলংকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ আসে নারকেল চাষ থেকে। তবে এবার স্থানীয় শিল্পে চাহিদা এবং দেশজুড়ে নারকেল খাওয়ার ও নারকেলজাত পণ্যের ব্যবহার ব্যাপক বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে দেশটি। সরকারি তথ্যমতে, এ বছর শ্রীলংকায় মোট চাহিদার তুলনায় নারকেলের সরবরাহ পাওয়া যাবে ৭০ কোটি কম। ঠিক এ বার্তা দিতেই এবং নারকেলচাষিদের আরও বেশি নারকেল উৎপাদনে উৎসাহিত করতে প্রতিমন্ত্রী শ্রীলংকার ওয়ারাকাপোলা এলাকায় গাছে চড়েছিলেন।
ভাষণ শেষে গাছ থেকে নামার সময়ও বেশ গলদঘর্ম হতে হয় এই মন্ত্রীকে। একেবারে শেষ পর্যায়ে দুই কর্মী অরুন্দিকা ফার্নান্দোকে পাজাকোলা করে নামিয়ে আনেন গাছে চড়ার সহায়ক যন্ত্র থেকে।
Leave a Reply