দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর সিলেটের লাইনচ্যুত বগির কাজ শেষ হয়েছে। ফের চালু হয়েছে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রেল চলাচল শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় তেলবাহী ট্রেনের লরির একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাচ্ছিল। তিনি বলেন, ‘উদ্ধারকারী একটি ট্রেন এসে কয়েকঘণ্টা কাজ করার পর ট্রেন চলাচল শুরু হয়।’
Leave a Reply