ভোলা-ঢাকা নৌ রুটে চলাচলকারী অ্যাডভেঞ্চার-৫ নামে একটি যাত্রীবাহী লঞ্চে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাভিল নামে এক শিশু জন্মগ্রহণ করে। এ ঘটনায় শিশুটির মা-বাবাকে দুটি সুখবর দিয়েছে অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ।
শিশুটির জন্মের পরপরই অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এই শিশুর বাবা-মাসহ পুরো পরিবার ঢাকা-ভোলা রুটে যতদিন যাতায়াত করবেন ততদিন তাদেরকে কোনো ভাড়া দিতে হবে না। শুধু তাই নয়, তাদের জন্য ভিআইপি সিট ফ্রি দেওয়া হবে।
অ্যাডভেঞ্চার-৫ এর ভোলার ম্যানেজার মো. এনামুল হক সবুজ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নবজাতকের মামা মো. আক্তার হোসেন জানান, তার বোন আসমার স্বামীর বাড়ি বরগুনা জেলায়। তার দুলাভাই মো. মোশারফ হোসেন ঢাকার মিরপুরে রাজমিস্ত্রির কাজ করেন। স্ত্রী ও এক সন্তান নিয়ে সেখানেই থাকেন তিনি। কিছুদিন আগে আসমা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঢাকায় তাকে ডাক্তার দেখান স্বামী মোশারফ। পরীক্ষা করে আগামী ২ ফেব্রুয়ারি সন্তান প্রসবের সম্ভাব্য দিন ধার্য করেন ডাক্তার। কিন্তু ঢাকায় তার বোন আসমাকে দেখাশোনা করার কেউ নেই বলে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাচড়া গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রোববার অ্যাডভেঞ্চার-৫ এ করে রওনা হন আসমা।
আক্তার হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ভোলার ইলিশার দিকে যাত্রা শুরু করে অ্যাডভেঞ্চার-৫। পরে বিকেল ৪টার দিকে তার বোনের প্রসব ব্যথা শুরু হয়। এ সময় অ্যাডভেঞ্চার-৫ এ চলাচলকারী সাধারণ যাত্রীদের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির জন্ম হয়।
তিনি আরও জানান, অ্যাডভেঞ্চারের কর্মকর্তা ও যাত্রীদের অনেক সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এ কারণে অ্যাডভেঞ্চারের সবাইকে ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে অ্যাডভেঞ্চার-৫ কর্তৃপক্ষ যে ঘোষণা দিয়েছে তার জন্যও ধন্যবাদ জানান আক্তার।
Leave a Reply