গত মঙ্গলবার বিকেল ৭টায় কুইন্স হিলসাইড এভিনিউ মতিন সুইট মিলনায়তনে, বৈশ্বিক করোনা ভাইরাস প্রকোপ মহামারিতে কয়েকমাস ভার্সুয়েল সভা অনুষ্ঠিত হওয়ার পর,১লা সেপ্টেম্বর প্রথম মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি হেলিম আহমদের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আব্দুল মুমিত চৌধুরী ওমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,সিনিয়র সহ সভাপতি এবাদ চৌধুরী,শেখ আতিকুল ইসলাম,নুর উদ্দিন, মুক্তারুল ইসলাম,আবু আশরাফ,ফয়ছল আহমদ,মিছবাহ আহমেদ,সৈয়দ সেলিম আহমদ,মোস্তাফিজুর রহমান,এনাম উদ্দিন,আবুল কালাম,রাফাত চৌধুরী,ছাদ উদ্দিন,রুহেল আহমদ।সভার শুরুতে সদ্য প্রয়াত সমাজ কল্যাণ সম্পাদক এনাম উদ্দিনের মমতাময়ী মাতার মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ও শোক প্রস্তাব গৃহীত হয়।বাংলাদেশে প্রেরিত জরুরি মেডিকেল ত্রান-সাহায্য বিতরণ সুষ্ঠুভাবে বিতরণ প্রক্রিয়ায় সহায়তা করার জন্য অনুষ্ঠানে উপস্থিত মেয়র আমিনুলইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয়। সংগঠনের পক্ষে চমৎকার আয়োজনের প্রশংসার পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করা হয় যথাক্রমে আশফাক চৌধুরী,বোরহান চৌধুরী,ছয়ফুল আহমদ সহ উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া ও সাপ্তাহিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক-দের।আগামীতে ও বাংলাদেশে অনুদান সহায়তা অব্যাহত রাখার প্রস্তাব গৃহীত হয়।সংগঠনে গোলাপগঞ্জ সোসাইটির ত্রান তহবিলে যারা সাহায্য দিয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।এদিকে সরকারের দীর্ঘদিনের পাশ হওয়া ঢাকা সিলেট চার লাইন বিশিষ্ট প্রকল্প দ্রুত সম্পন্ন করা ও সিলেট বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট যথারীতি উঠানামার ব্যবস্থা বহাল রাখার প্রতি জোর দাবী জানানো হয়।করোনায় আক্রান্ত হয়ে যারা দেশে প্রবাসে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্টানের সমাপ্তি হয়।
Leave a Reply