ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। উন্নত চিকিৎসার জন্য তার নিউইয়র্ক যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারি এবং ১৯৯৩ সালের মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে ভিসা জটিলতায় পড়েন বলিউডের এই অভিনেতা। ফলে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালেই চিকিৎসা নেওয়া শুরু করেন ৬১ বছর বয়সী এই তারকা।
অবশেষে সব জটিলতা কাটিয়ে পাঁচ বছরের জন্য মার্কিন ভিসা পেয়েছেন সঞ্জয় দত্ত। বলিউড হাঙ্গামা তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রথম দফায় তার ভিসার আবেদন বাতিল হলেও দ্বিতীয়বারে সেটি গ্রহণ করে আগামী পাঁচ বছরের চিকিৎসাকালীন ভিসা দিয়েছে মার্কিন ভিসা অফিস। তবে কবে নাগাদ সঞ্জয় দেশ ছাড়বেন তা এখনো জানা যায়নি।
জানা গেছে, মূলত করোনাকালীন সময় এবং মুম্বাইতে শুরু হওয়া চিকিৎসার উপর নির্ভর করছে তার নিউইয়র্ক যাত্রা। তার সঙ্গী হিসেবে আমেরিকা যাবেন তার স্ত্রী মান্যতা ও বোন প্রিয়া দত্ত।
যেখানে তিনি লিখেছেন- ‘হ্যালো বন্ধুরা। চিকিৎসার জন্য কাজ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা সবাই আমার পাশে আছে। শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ রইলো, কেউ দুশ্চিন্তা করবেন না। সবার ভালোবাসায় শিগগিরই ফিরে আসবো।’
এরপরই জানা যায়, বলিউডের এই অভিনেতা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এটি তৃতীয় পর্যায়ে আছে।
Leave a Reply