সৌদি আরবে বিনোদন পার্কের একটি রাইড ভেঙে অন্তত ২৩ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার দেশটির গ্রিন মাউন্টেন বিনোদন পার্কে একটি রাইড ভেঙে দুই টুকরা হয়ে যায়।দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, ৩৬০ ডিগ্রিস নামে রাইডটি চলতে চলতে দুই টুকরা হয়ে পড়ে।
সেসময় সবাইক ভয়ে চিৎকার করতে দেখা যায়। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাইডটি অনেক দ্রুত ঘুরছিল। হঠঅৎ করে তা ভেঙে পড়ে এবং সেখানে থাকা সবাই আহত হয়।
জরুরি ব্যবস্থাপনা কর্মীরা দ্রুত সেখানে গিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply