ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামি আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর বুধবার ভোরে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ আঘাত হেনেছে। এর ফলে রাশিয়ার উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই সেভেরো-কুরিলস্কের উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাত হানে।
ওই শহরের জনসংখ্যা প্রায় আড়াই হাজার। স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে উপকূল থেকে দূরে উঁচু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
স্থানীয় গণমাধ্যম এবং কর্মকর্তাদের শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উপকূলের কিছু অংশে পানি পৌঁছে যাচ্ছে এবং সুনামির সাইরেন বেজে উঠার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা নিরাপদে সরে গেছেন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে রাশিয়ায় ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ৮ দশমিক ৭ মাত্রা বলা হলেও পরবর্তিতে জানানো হয় যে, ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
Leave a Reply