জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পরে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়েছে, ‘‘এনসিপি’র অনুরোধে শহীদ মিনার থেকে পরিবর্তন করে শাহবাগে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।’
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, একই দিন এবং একই স্থানে সমাবেশ করতে চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে অনুমতির জন্য আগে আবেদন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শহীদ মিনারে অনুষ্ঠান করার অনুমতি পায় ছাত্রদল। বিষয়টি সুরাহা করার জন্য এনসিপি-ছাত্রদলের মধ্যে পারস্পরিক আলোচনা চলে। এমন প্রেক্ষাপটেই ছাড় দিয়ে ছাত্রদলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, ছাত্রদলের এ ঘোষণায় পর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামী বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরন ঘটবে।’
Leave a Reply