নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে একটি অফিস টাওয়ারের ভেতরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসারসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এই টাওয়ারে প্রধান আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় ফুটবল লীগের সদর দপ্তর অবস্থিত।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মিডটাউন ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এই গুলি চালানো হয়, তবে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলে উপস্থিত নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, গুলিবর্ষণে অনেক লোক আহত হয়েছেন।
তিনি বলেন, ‘আমরা ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে কথা বলতে হাসপাতালে যাব।’
পুলিশ বিবিসিকে জানিয়েছে, মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনে গুলি চালানোর খবর পেয়ে কর্তৃপক্ষ দ্রুত সেখানে পৌঁছায়।
এদিকে ওই বন্দুকধারী নিজেই আত্মঘাতী গুলিতে প্রাণ দেন বলে জানিয়েছে পুলিশ।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ভবনের লবিতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হন ওই বন্দুকধারী। এরপর তিনি ভবনের ৩৩ তলায় উঠে যান। পরে ভবনের সিঁড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার হাতে একটি রাইফেল ছিল এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ‘হামলাকারী একা ছিলেন, যিনি ইতোমধ্যে নিরস্ত্র হয়েছেন।’ পুলিশ নিশ্চিত করেছে, বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন এবং তার মৃত্যু হয়েছে।
পৃথক অন্য এক ঘটনায়, সোমবারের শুরুতে নেভাদার রেনোতে একটি ক্যাসিনোর বাইরে পিস্তল নিয়ে সশস্ত্র এক হামলাকারী গুলি চালায়, এতে তিনজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে গুলি করে গুরুতর আহত করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার ঠিক আগে নেভাদার তৃতীয় বৃহত্তম শহর গ্র্যান্ড সিয়েরা রিসোর্টের গাড়ি পার্কের ভ্যালেট স্টেশনে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এটি নেভাদার একটি বহুতল ক্যাসিনো এবং হোটেল কমপ্লেক্স।
Leave a Reply