1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

নিউইয়র্কে বন্দুকধারীর গুলি : নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজেই আত্মঘাতী গুলিতে প্রাণ দেন বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তার গ্রামের বাড়ি সিলেট। তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পার্ক অ্যাভিনিউয়ে একটি ভবনে ঢুকে হামলা চালান ২৭ বছর বয়সী শেন ডেভন তামুরা।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, তামুরা ছিলেন লাস ভেগাসের বাসিন্দা।

হামলার সময় ভবন থেকে মানুষদের হাত তুলে বেরিয়ে যেতে দেখা যায়। আশপাশে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি বাহিনী মোতায়েন ছিল।

ঘটনাস্থলের কাছে থাকা একজন ব্যক্তিকে পুলিশ হাতকড়া পরিয়ে রাখতেও দেখা গেছে, যদিও তিনি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা স্পষ্ট নয়।

নিউ ইয়র্ক পুলিশ জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

নিউ ইয়র্ক পোস্ট, নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে বন্দুকধারী একটি বুলেট-প্রতিরোধী জ্যাকেট পরেছিলেন এবং আকাশচুম্বী ভবনের ভেতরে গুলি চালানোর সময় তার হাতে একটি এআর-স্টাইলের রাইফেল ছিল। জানা গেছে যে, তিনি ভবনের ভেতরে, সম্ভবত ৩২ তলায়, নিজেকে আটকে রেখেছিলেন।

পৃথক অন্য এক ঘটনায়, সোমবারের শুরুতে নেভাদার রেনোতে একটি ক্যাসিনোর বাইরে পিস্তল নিয়ে সশস্ত্র এক হামলাকারী গুলি চালায়, এতে তিনজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে গুলি করে গুরুতর আহত করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার ঠিক আগে নেভাদার তৃতীয় বৃহত্তম শহর গ্র্যান্ড সিয়েরা রিসোর্টের গাড়ি পার্কের ভ্যালেট স্টেশনে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এটি নেভাদার একটি বহুতল ক্যাসিনো এবং হোটেল কমপ্লেক্স।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com