কোন কিহুতেই থামছে না শামিমের মাদক বানিজ্য।আইনশৃঙ্খলা বাহিনী কিংবা স্থানীয়দের প্রতিরোধকে তুড়ি মেরে বরিশাল নগরীর পলাশপুরের মোহাম্মদপুরে বাধাহীন ভাবে চালিয়ে যাচ্ছে মরন নেশা ইয়াবা এবং গাঁজার ব্যাবসা। পাশাপাশি একাধিক নারীর সাথে পরিকায় লিপ্ত হয়ে তাদের দিয়েও বিভিন্ন স্থানে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে শামিমের বিরুদ্ধে। তার মাদক বানিজ্যে কেউ বাধা দিতে উদ্দোগ নিলে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করার পাশাপাশি মিথ্যা মাদক মামলায় ফাসিয়ে দেবার হুমকি দেয়ায় সাধারণ মানুষ এখন সবকিছু দেখেও না দেখার ভান করে। অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে যে, ঘরের স্ত্রী এবং সন্তানরাও রেহাই পাচ্ছে না শামিমের হাত থেকে। সম্প্রতি, মাদক বানিজ্যে বাধা দেওয়ায় নিজ স্ত্রী হিমিকে দুইটি সন্তানসহ (একজন প্রতিবন্ধী) তালাক দিয়েছে শামিম।যাতে করে তার মাদক বানিজ্যে কেউ বাধা দিতে না পারে। স্থানীয় সবুজ হাওলাদার এ প্রতিবেদককে জানান, গোটা পলাশপুর জুড়ে চলছে শামিমের মাদক বানিজ্য। শুধু পলাশপুরই নয়,যখন যেখানে অবস্থান করেন,সেখানেই মাদকের হাট খুলে বসেন শামিম। এই মাদক ব্যাবসা পরিচালনার জন্য শামিমের রয়েছে একাধিক সহযোগী। এছাড়াও শামিমের বিরুদ্ধে রয়েছে পরকিয়া প্রেমের অভিযোগ। বিভিন্ন নারীদের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে শামিমের। ক্ষেত্রবিশেষ সেই সব নারীদের নেশায় আসক্ত করে তাদেরকে দিয়েই মাদক বানিজ্য চালিয়ে যাচ্ছে শামিম। ফলশ্রুতিতে, অনেক পরিবারই ভেংগে যাচ্ছে শামিমের অপকর্মে। স্থানীয় বাসিন্দারা মাদক ব্যাবষায়ী শামীমকে আটক করার জন্য সেনাবাহিনীর প্রতি দাবি জানিয়েছেন। পাশাপাশি, এলাকাবাসী প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছেও শামীমের অপতৎপরতা বন্ধ করার জোর দাবি জানিয়েছেন। এবিষয়ে জানতে অভিযুক্ত শামিমের বক্তব্য জানতে চাইলেও তা সম্ভব হয়নি। অপরদিকে, বিএমপির কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিসাদ জানান, কোন মাদক ব্যাবষায়ী আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পাবে না।অপরাধীদের আটক করতে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply