অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশের সবশেষ আসরে মিচেল ওয়েনের কল্যাণে চ্যাম্পিয়ন হয় হোবার্ট হারিকেনস। সেই পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ গায়ে ওঠে অস্ট্রেলিয়ার জার্সিও। আজ সোমবার সকালে প্রথমবারের মতো সেই জার্সি গায়ে মাঠে নেমেই সফল ওয়েন।
ওয়েস্ট ইন্ডিজকে আজ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানে থামে ক্যারিবিয়ানরা। জবাব দিতে নেমে ৭ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া। ফিফটি ও একটি উইকেট নিয়ে ম্যাচসেরা হন ওয়েন।
১ ওভার বল করে ১৪ রান হজম করলেও শেই হোপের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন ওয়েন। পরে ব্যাট হাতে ২৭ বলে ৬টি ছক্কার সাহায্যে করেন ৫০ রান। পুরুষ টি-টোয়েন্টিতে অভিষেকেই ম্যাচসেরা হওয়া তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওয়েন। এর আগে এই কীর্তি ছিল রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের।
ব্যাট হাতে অস্ট্রেলিয়ার জয়ের আরেক নায়ক ক্যামেরন গ্রিন। ১৯০ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ৭৮ রানেই ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে পঞ্চম উইকেটে ওয়েনকে নিয়ে ৮০ রান যোগ করেন গ্রিন। শেষ পর্যন্ত ২৬ বলে ৫১ রান করে আউট হন তিনি। ম্যাচে ১৭টি ছক্কা হাঁকিয়েছেন অজি ব্যাটাররা।
এর আগে ব্যাটিং করতে নেমে উইন্ডিজরা ১৮৯ রানের বড় সংগ্রহ পায় রোস্টন চেজের ঝোড়ো ফিফটিতে। ৩২ বলে ৬০ রান করেন তিনি। এছাড়া শেই হোপ ৩৯ বলে ৫৫ ও শিমরন হেটমায়ার ১৯ বলে ৩৮ রান করলে লড়াই করার মতো পুঁজি পায় ক্যারিবিয়ানরা।
Leave a Reply