ঘুরে দাঁড়িয়ে, পিছিয়ে পড়ে, নাটকীয়তায় জয়! সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে যেন এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। এবার আরও একবার রোমাঞ্চ জাগিয়ে জয়ের দেখা পেল গ্যালাকটিকোরা। চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের শঙ্কা পাশ কাটিয়ে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এদিন ম্যাচে শেষ ছয় মিনিটের মধ্যে দুইবার সিটির জালে বল পাঠিয়ে এমন জয় পেয়েছে রিয়াল। সেই সঙ্গে আসরের শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগে কোনোমতে প্রথম পর্বে টিকে গেলেও, এই হারে বিদায়ের দুয়ারে চলে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে আর্লিং হলান্ড সিটিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। পেনাল্টি থেকে হলান্ডের দ্বিতীয় গোলে ফের লিড নেয় স্বাগতিকরা। শেষ দিকে বদলি নামার পরপরই ব্রাহিম দিয়াস সমতা টানার পর যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন জুড বেলিংহ্যাম।
ম্যাচের ১৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই রিয়ালের জালে বল পাঠায় সিটি। জ্যাক গ্রিলিশকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন হলান্ড। গ্রিলিশের ক্রসে বুক দিয়ে বল নামিয়ে দেন ইয়োশকো ভার্দিওল, আর ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে ঠিকানা খুঁজে নেন হলান্ড। প্রায় চার মিনিট ধরে ভিএআরে পরীক্ষার পর গোলের বাঁশি বাজান রেফারি। আরেকবার উল্লাসে ফেটে পড়ে ইতিহাদ।
বিরতির পর ৬০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের অদ্ভুতুড়ে গোলে সমতায় ফেরে রিয়াল। তাদের ফ্রি-কিক রক্ষণে প্রতিহত হওয়ার পর দানি সেবাইয়োসের ক্রসে ঠিকমতো ভলি করতে পারেননি এমবাপ্পে, তবে বল ঠিকই খুঁজে পায় জাল।
৮০তম মিনিটে হলান্ডের সফল স্পট-কিকে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। ফোডেনকে বক্সে সেবাইয়োস ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
এদিকে ৮৪তম মিনিটে রদ্রিগোর বদলি নামেন ব্রাহিম। দুই মিনিটের মধ্যে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ভিনিসিউসের শট এদেরসন ঠেকানোর পর জালে পাঠান ব্রাহিম। আর তিন মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে জয়ের উল্লাসে ভাসান বেলিংহ্যাম। সিটির একটি ভুল পাস থেকে আক্রমণে ওঠে রিয়াল। ভিনিসিউস বক্সের বাইরে থেকে এগিয়ে আসা এদেরসনকে ফাঁকি দিয়ে বল দেন দূরের পোস্টে, ছুটে গিয়ে স্লাইডে জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।
আগামী ১৯ ফেব্রুয়ারি হবে ফিরতি লেগ, চ্যাম্পিয়নস লিগে টানা চার মৌসুমে মুখোমুখি দল দুটির আরেকটি শ্বাসরুদ্ধকর লড়াইয়ের অপেক্ষা।
Leave a Reply