1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

প্রিয় বরিশালবাসী, আমরা আপ্লুত ও দুঃখিত: তামিম

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বিপিএলে ফরচুন গ্রুপের অধীনে ‘ফরচুন বরিশাল’ ফ্র্যাঞ্চাইজি খুব বেশি দিনের নয়। এই অল্প সময়েই দুইবার চ্যাম্পিয়ন হয়ে গেল দলটি। দুইটিই সবশেষ দুই মৌসুমে। তামিম ইকবালের নেতৃত্বে এসেছে এই অভাবনীয় সাফল্য। বরিশালের টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর বারবার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম।

ঢাকা, সিলেট কিংবা চিটাগং; খেলা যেখানেই হোক, বরিশালের দর্শকরা ছিল সবচেয়ে বেশি, এমনই দাবি ছিল তামিমের। বরিশালের ভক্তরা যে দলের জন্য কতটা নিবেদিত সেটা দেখা গেছে বরিশাল শহরের বেল পার্কেও।

শিরোপা জেতার পর তামিমই ঘোষণা দিয়েছিলেন বরিশাল গিয়ে উদযাপন করবেন। লঞ্চে করে ট্রফি নিতে না পারলেও গতকাল রবিবার দুপুরে ভাড়া করা বিমানে বরিশালে যান তামিমসহ ফরচুন বরিশালের ক্রিকেটাররা। পরে বেল পার্কে ট্রফি নিয়ে উদযাপন করেন হাজার হাজার দর্শকদের সামনে।

যদিও অনুষ্ঠানটি শৃঙ্খলা বজায় রেখে করা যায়নি। অতিরিক্ত মানুষ আর এর ফলে বিশৃঙ্খলা ও হুড়োহুড়ির কারণে অল্প সময়ই মঞ্চে থেকেছেন বরিশালের ক্রিকেটাররা। তবে তাদের প্রতি বরিশালের মানুষের আবেগ দেখে আপ্লুত হয়েছেন অধিনায়ক তামিম। একই সঙ্গে বেশিক্ষণ মঞ্চে না থাকতে পারায় দুঃখও প্রকাশ করেছেন তিনি।

বরিশালের বেল পার্কে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। ছবি: ফরচুন বরিশাল

গতকাল রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেনি তামিম। সেখানে ক্যাপশনে লেখেন, প্রিয় বরিশালবাসী, আমরা আপ্লুত ও দুঃখিত। আপ্লুত আপনাদের ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরো বেশি সময় কাটাতে না পেরে। তবে এবারই শেষ নয়। আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে, দেখা হবে আবার।’

ওই ঘটনা নিয়ে ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমরা এ কারণেই পুরো দল নিয়ে বরিশালে এসেছিলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আমরা কিছু কথা বলব, প্রত্যেক খেলোয়াড় কিছু না কিছু কথা বলবে আর আপনাদের সবার সঙ্গে সময় কাটাবে।’

বরিশালে বিপুল সংবর্ধনা পান তামিমরা। ছবি: ফরচুন বরিশাল

পরিকল্পনা অনুযায়ী সবকিছু করতে না পারার ব্যাখ্যায় তামিম বলেন, ‘একটা সময় এ রকম অবস্থা হয়ে গিয়েছিল যে আমাদের নিরাপত্তা দল এটাকে আর নিরাপদ মনে করছিল না। আপনারা যদি লক্ষ করে থাকেন, যখন আমরা বাস নিয়ে ঢুকছিলাম, বাসের ওপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। আমাদের খুব কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছিল, এটা আসলে নিরাপদ নয়। কারণ, স্টেজে যখন আমরা উঠি, ওখানে অনেক মানুষ ছিল। সবাই স্টেজের ওপর উঠে যাচ্ছিল। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে একসময় আমাদেরকে বলা হচ্ছিল বাসটা ঘুরিয়ে চলে যেতে। কিন্তু এতগুলো মানুষ, আপনারা এত কষ্ট করে ওখানে ছিলেন; এই জিনিসটা আমরা করতে পারতাম না।’

বরিশালের দর্শকদের মতো আর কাউকে কখনো দেখেননি জানিয়ে তামিম বলেন, ‘আমি অনেকগুলো দলে খেলেছি দেশে-বিদেশে, ফরচুন বরিশালের মতো ফ্যানবেজ কোথাও দেখিনি। আজকে আপনারা যে জিনিসটা আমাদেরকে দেখিয়েছেন, আমি রীতিমতো মুগ্ধ। আমাদের দায়িত্ব তিন গুণ বেড়ে গেল। কারণ, আপনাদের মতো ভক্তরা আমাদের সঙ্গে আছেন। আমার পুরো দলের হয়ে কৃতজ্ঞতা জানাই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com