টানা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বনে গেছে ফরচুন বরিশাল। শুক্রবার রাতে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে দলটা নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে।
শুক্রবার কিছুক্ষণের জন্য হলেও ‘টক অফ দ্য কান্ট্রি’ ছিল বিপিএলের এই ফাইনাল। এতটাই যে ফাইনাল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তার অভিমত, ‘ফরচুন’ যে এখন বরিশালকেই সঙ্গ দিচ্ছে। ফাইনাল শেষে ফেসবুকে তিনি লেখেন, ‘নাহিদ, হাসনাত আগে থেকেই বরিশালের জালে জামাই হিসেবে আটকা! বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফিটাও গেলো বরিশালের ঘরে! নিজের কথা আর নাই বা বলি! সময় এখন বরিশালের! কি কও মনু?’
উল্লেখ্য, নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ দু’জনই বিয়ে করেছেন বরিশালে। সারজিস আলমের শ্বশুরবাড়িও সেখানেই।
বিপিএলের ফাইনালে ১২ বছর পর এই টুর্নামেন্টে আসা চিটাগং কিংসকে হারায় বরিশাল। এই ফাইনালে প্রথমে ব্যাট করে চিটাগং ১৯৩ রান তোলে ৩ উইকেট খুইয়ে। পারভেজ হোসেন ইমন ৪৯ বলে ৭৮, খাজা নাফে ৪৪ বলে ৬৬, গ্রাহাম ক্লার্ক করেন ২৩ বলে ৪৪।
জবাবে বরিশাল তামিম ইকবালের ২৯ বলে ৫৪, কাইল মায়ার্সের ২৮ বলে ৪৬ আর তাওহীদ হৃদয়ের ২৮ বলে ৩২ ও শেষ দিকে রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ইনিংসে ভর করে পেয়ে যায় ৩ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। ফলে তৃতীয় দল হিসেবে বরিশাল জেতে টানা দ্বিতীয় বিপিএল শিরোপা। আগামীবার তাদের সামনে থাকবে হ্যাটট্রিক শিরোপা জিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।
Leave a Reply