কোভিড-১৯ পরিস্থিতিতে রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশিক্ষণ কর্মসূচিতে ৯ জন ক্রিকেটার যোগ দেবেন।
এ প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে দিয়ে হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত ক্রিকেটি সংশ্লিষ্ট কার্যক্রমে ফিরছে। এর পাশাপাশি ক্রিকেটাররা সিলেটের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং খুলনার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবেন।
তাদের মধ্যে মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন।
অন্যদিকে, সিলেটে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ, খুলনায় নুরুল হাসান সোহান ও মাহাদ্দী হাসান এবং চট্টগ্রামে নাঈম ইসলাম প্রশিক্ষণ নেবেন।
এর আগে, গত সপ্তাহে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘শনিবার থেকে ক্রিকেটাররা প্রশিক্ষণ শুরু করতে পারে। আমরা তাদের জন্য নিরাপদ পরিবেশ প্রস্তুত করেছি।’
‘ব্যক্তিগত প্রশিক্ষণে কতজন ক্রিকেটার অংশ নেবে আমরা তা জানার চেষ্টা করছি। এটা পরিকল্পনা সাজাতে কাজে দেবে। এখন থেকে ক্রিকেটাররা শুধু তাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারবে এবং আমরা সেজন্য সবকিছু প্রস্তুত করেছি,’ যোগ করেন তিনি।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়। মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এরপর থেকেই ভেন্যুটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
বিসিবি কখন থেকে ঘরোয়া ক্রিকেট শুরু করবে তা অনিশ্চিত। করোনা পরিস্থিতি ভালো হলেই ক্রিকেট শুরুর ব্যাপারে আশাবাদি বোর্ড।
Leave a Reply