আজ বেলা গড়াতেই মিরপুরে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের। দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। তবে এর আগে হঠাৎ সূচিতে বদল আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে আমূল বা বড় কোনো পরিবর্তন নয়, এক দিনের খেলা সময়ের সূচি বদলে দিয়েছে বিসিবি। মূলত দর্শকের কথা চিন্তা করেই পরিবর্তন। যার পেছনের কারণ যানজট ও রাজনৈতিক পরিস্থিতি।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনের সূচিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেদিনের দুই ম্যাচের সময় দেড় ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ খুলনা টাইগার্স-চট্টগ্রাম কিংসের ম্যাচ দুপুর দেড়টার পরিবর্তে ১২টায় ও রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকেল ৫টায়।
৩১ ডিসেম্বর একে তো বছরের শেষ দিন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি রয়েছে রাজধানী ঢাকায়। এতে স্বাভাবিকের চেয়ে যান চলাচলে বেশি ব্যস্ততা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বোর্ডের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে। ফলে সেদিনের ম্যাচ দু’টির টিকিট মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে না। টিকিট কিনতে হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে।
Leave a Reply