হলিউডে অভিষেক হয়েছে বেশ আগেই। তবে ‘ড্যুন’ নিয়ে নতুন করে আলোচনায় ভারতীয় অভিনেত্রী টাবু। এইচবিওর সিরিজ ‘ড্যুন : প্রফেসি’তে গুরুত্বপূর্ণ চরিত্র সিস্টার ফ্রান্সেসকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। প্রথম সিজনের শেষ দুই পর্বে হাজির হয়ে প্রশংসাও কুড়াচ্ছেন অভিনেত্রী।
এই সিরিজে যুক্ত হওয়ার পেছনের ঘটনা জানিয়ে টাবু ভ্যারাইটিকে বলেন, ‘একদিন আমার এজেন্টের কাছ থেকে একটি ইমেইল পেলাম; তাতে লেখা ছিল, সিরিজটির পরিচালক অ্যালিসন ও অ্যানা আমাকে কাস্ট করতে চান। চিত্রনাট্যের দুটি দৃশ্য পরখ করে দেখলাম। অতঃপর চরিত্রটির প্রেমে পড়ে গেলাম। মনে হয়েছে, এটাই আমার জগৎ এবং কাজটি করেও আমি খুব আনন্দ পেয়েছি।‘ড্যুন’ সিরিজের শুটিং হয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে। সহশিল্পী থেকে কলাকুশলী, সবাই অপরিচিত। এ প্রসঙ্গে টাবু বলেন, ‘সম্ভবত আমার পুরো ক্যারিয়ারে কিংবা গত ২০ বছরের মধ্যে এই প্রথম এমন মানুষদের সঙ্গে কাজ করলাম, যাদের সঙ্গে আমার আগে কখনো দেখাই হয়নি। তাও আবার এমন জায়গায়, যেখানে আগে কখনো যাইনি।
ফ্রান্সেসকার [চরিত্রের নাম] জগৎ নিয়ে আমি খুব সচেতন ছিলাম, তাঁর শক্তিশালী ব্যক্তিত্ব আছে, যেটা সিরিজের অন্য চরিত্রগুলোর নেই। ফলে চরিত্রটি করে মজাও পেয়েছি। প্রত্যেকটি দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ ছিল।’উল্লেখ্য, আমেরিকান লেখক ফ্রাঙ্ক হার্বার্টের বিখ্যাত সৃষ্টি ‘ড্যুন’ ইউনিভার্সের গল্পে নির্মিত হয়েছে সিরিজটি। এর আগে এই গল্পের দুটি ছবি মুক্তি পেয়েছে এবং সফল হয়েছিল।
সিরিজের গল্পটা ছবির গল্পের ১০ হাজার বছর আগের। এতে আরো আছেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, ট্রাভিস ফিমেল, ক্রিস ম্যাসন প্রমুখ।
Leave a Reply