1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের একটি ব্যস্ত উন্মুক্ত ক্রিসমাস বাজারে শুক্রবার একটি গাড়ি ঢুকে পড়ায় কমপক্ষে দুজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ সন্দেহ করছেন, ঘটনাটি একটি ‘আক্রমণ’।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ স্যাক্সনি-অ্যানহল্ট রাজ্যের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ওই গাড়ির চালককে আটক করা হয়েছে। নাম প্রকাশ করা হয়নি এমন এক নিরাপত্তা কর্মকর্তার সূত্রে ডিপিএ জানিয়েছে, সন্দেহাজন ব্যক্তিটি জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামিক উগ্রবাদী হিসেবে চিহ্নিত নন। মনে করা হচ্ছে, তার বয়স ৫০ বছর এবং তিনি সৌদি আরব থেকে সেখানে যান। তার স্থায়ী রেসিডেন্সি পারমিট রয়েছে।

আঞ্চলিক সরকারের মুখপাত্র ম্যাথিয়াস শূপ এবং নগর মুখপাত্র মাইকেল রেইফ বলেন, তাদের সন্দেহ এটি ছিল ইচ্ছাকৃত কর্মকাণ্ড।

রেইফ বলেন, ‘দৃশ্যগুলো ভয়াবহ।’

ডিপিএ জানায়, ম্যাগডেবার্গের ইউনিভার্সিটি হাসপাতাল বলে তারা ১০ থেকে ২০ জন আহতদের চিকিত্সা করছে। তবে আরো আহত লোক আসতে পারে বলে প্রস্তুত আছে ।

এই বাজারের যেই অংশটি পুলিশ ঘিরে ফেলে সেখানে মাটিতে ধ্বংসের চিহ্ন দেখা যায়।

গাড়িটি সন্ধ্যা ৭টায় বাজারের ভেতরে ঢুকে পড়ে যখন লোকজন সপ্তাহান্তের প্রাক্কালে কেনাকাটায় ব্যস্ত ছিলেন।

স্যাক্সনি-অ্যানহল্টের গভর্ণর রেইনার হেজেলফ বলেন, ‘এটি একটি ভয়াবহ ঘটনা, বিশেষত বড় দিনের মাত্র কয়েকদিন আগে।’

জার্মান চ্যান্সালার ওলাফ শোলজ এক্স-এ দেয়া পোস্টে লেখেন, ‘যারা হতাহত হয়েছেন তাদের এবং তাদের স্বজনরা আমার ভাবনায় রয়েছেন। আমরা তাদের সাথে এবং ম্যাগডেবার্গের জনগণের সাথে আছি।’

বার্লিনের পশ্চিমে অবস্থিত ম্যাগডেবার্গ হচ্ছে স্যাক্সনি-অ্যানহল্টের রাজধানী। সেখানে প্রায় ২,৪০,০০০ লোকের বাস।

সূত্র : ভিএও, সিএনএন ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com