পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ইরাক। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পাকিস্তানি যুদ্ধবিমান ক্রয়কারী পঞ্চম দেশ হবে ইরাক। রোববার পাকিস্তানের একটি পত্রিকা এ খবর প্রকাশ করে।
এর আগে মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান ও মিয়ানমার কিনেছিল পাকিস্তানি বিমান। বিমানটি চীনের সাথে যৌথভাবে নির্মাণ করা হয়ে থাকে।
ইরাকি পার্লামেন্ট অবশ্য এখনো পাকিস্তানি বিমান ক্রয়ের বিষয়টি অনুমোদন করেনি।
সূত্র জানায়, ইরাক ৬৬৪ মিলিয়ন ডলারে ১২টি জেএফ-১৭ ব্লক ৩ যুদ্ধবিমান ক্রয় করবে। ২০২১ সাল থেকে এ নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে এটিই হবে বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি।
জানা গেছে, গত মাসে বাগদাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির সফরের সময় দুই দেশ সমঝোতায় উপনীত হয়।
তবে ইরাকের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, বাগদাদ এখনো ফ্রান্স থেকে ১৪টি ড্যাসাল্ট রাফাল ক্রয় করতে আগ্রহী।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Leave a Reply