1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

ওটিটিতে ঈদ আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩

ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন কিছু চমক। ঈদকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম হইচই, বঙ্গ, বায়োস্কোপ, বিঞ্জ, চরকি, দীপ্ত প্লে, আরটিভি প্লাস, আইস্ক্রিনে থাকছে নানা আয়োজন।

১/ ‘মারকিউলিস’

এবার ঈদে চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘মারকিউলিস’। আবু শাহেদ ইমনের পরিচালনায় এ সিরিজে অভিনয় করেছেন একদল তারকা। আছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াসউদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, মাজনুন মিজান, অশোক বেপারিসহ অনেকেই।

২/ ‘ইনফিনিটি ২’

‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমা দিয়ে আলোচিত হওয়া শরিফুল রাজ এবার আসছেন ওটিটি প্ল্যাটফর্মে। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’। মুক্তির আগে ৫৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

২০২০ সালে ‘ইনফিনিটি’ সিরিজ মুক্তি পেয়েছিল। ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে ‘ইনফিনিটি ২’ পরিচালনা করেছেন মেহেদি হাসিব। রাজ ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নওমান, মুরাদ পারভেজসহ অনেকে। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এসএন জনি ও সামিয়া অথৈ।

৩/ ‘নিকষ’

আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে এবারের ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’তে আসছে ওয়েব ফিল্ম ‘নিকষ’। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভান, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হৃদিকসহ আরও অনেকে।

৪/ ‘মিশন হান্টডাউন’

ঈদ উপলক্ষে হইচই এ মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত সিরিজটিতে ‘মাহিদ’ চরিত্রে দেখা যাবে নাঈমকে এবং ‘নীরা’ চরিত্রে দেখা যাবে মিমকে। সিরিজের গল্প আবর্তিত হয় মাহিদের চরিত্র নিয়ে, যিনি অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত এসপি।

৫/ ‘রক্তজবা’

অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি আসে। যে চিঠি তাকে ফিরিয়ে নিয়ে যায় এক যুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানা রহস্য। এমন গল্প নিয়ে ‘কাঠবিড়ালি’খ্যাত পরিচালক নিয়ামুল মুক্তার দ্বিতীয় সিনেমা ‘রক্তজবা’। শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও পরে সিদ্ধান্ত বদল হয়, ওয়েব ফিল্মটি আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে।

৬/ ‘হুলুস্থুল’

ঈদে ওয়েবে মুক্তির অপেক্ষায় থাকা বেশির ভাগ কনটেন্টই থ্রিলার বা ডার্ক ঘরানার, এর মধ্যে ব্যতিক্রম ‘হুলুস্থুল’। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সাগর জাহান ওটিটিতে নিজের প্রথম সিরিজটি বানিয়েছেন কমেডি জনরায়। ১৩ পর্বের সিরিজটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২৫ মিনিট। ২৮ জুন থেকে বিনা মূল্যে সিরিজটি বঙ্গে দেখা যাবে। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, আরমান ও নাদিয়া নদী।

৭/ ‘মার্ডার নাইনটিজ’

৯০ দশকের একটি আলোচিত খুনের ঘটনাকে ঘিরে ওয়েব ফিল্ম। সিরিজটিতে পুলিশি তদন্তের পাশাপাশি ওই সময়ের সামাজিক, পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দগুলো তুলে আনা হয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন খাইরুল বাসার, দীঘি, রুনা খান, সাজু খাদেম। এই ছবি দিয়েই প্রথম থ্রিলারে কাজ করলেন দীঘি।
আরটিভি প্লাস-এ দেখা যাবে মার্ডার নাইনটিজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com