ডলার সঙ্কট এড়িয়ে পণ্য বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে ইরান ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তাদের চা রফতানি করবে ইরানে, বিনিময়ে তেল আমদানি করবে।
শ্রীলঙ্কা চা বোর্ডের চেয়ারম্যান নিরাজ ডি মেইল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের জন্য এটি সময়োচিত পদক্ষেপ। কারণ একটি গুরুত্বপূর্ণ বাজারে আমরা প্রবেশ করছি। ডলারের ওপর নির্ভর না করেই শ্রীলঙ্কা ও ইরান বাণিজ্য করতে পারে।’
তিনি বলেন, ‘আমরা ৪৮ মাস ধরে প্রতি মাসে ৫০ লাখ ডলার মূল্যের চা পাঠাব। তবে শুরুতে আমরা মাসে পাঠাব প্রায় ২০ লাখ ডলারের।
বিশ্বব্যাপী শ্রীলঙ্কার সিলন চায়ের কদর রয়েছে। এই খাত থেকেই দেশটির সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আসে। গত বছর চা থেকে দেশটি আয় করেছিল ১.২৫ বিলিয়ন ডলার।
ইরান এক সময় শ্রীলঙ্কার চায়ের প্রধান ক্রেতা ছিল। কিন্তু মার্কিন অবরোধের কারণে তা হ্রাস পায়। ২০১৮ সালে ইরান ১২৮ মিলিয়ন ডলারের চা আমদানি করেছিল। কিন্তু গত বছর তা নেমে আসে ৭০ মিলিয়ন ডলারে।
বর্তমানে শ্রীলঙ্কার চায়ের একটি বড় অংশ সংযুক্ত আরব আমিরাত হয়ে ইরানে যায়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Leave a Reply