ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গর্ভবতী নারীসহ দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। নতুন শনাক্ত দু’জনের বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নে দত্তগ্রামে।
জানা যায়, নরসিংদী জেলা থেকে আসা উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামের এক রিকশা চালকের ছয় মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীর (২৫) শুকনো কাশি থাকায় তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের করোনা টিম। একইদিনে গাজীপুর জেলার একটি এলাকা থেকে কারখানা ছুটি হয়ে যাওয়ায় এক পোশাক শ্রমিক (৩৫) বাড়ি চলে যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা টিম ওই ব্যক্তি, তার স্ত্রী, মেয়ে ও শাশুড়ির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠায়। ২৫ এপ্রিল নমুনা সংগ্রহ করা হলেও আট দিন পর রোববার রাতে ফলাফলে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, নমুনা পাঠানোর আট দিনের মাথায় রিপোর্ট পেয়েছেন তারা। এতে দু’জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। ওই অবস্থায় আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। ল্যাবের ধারণ ক্ষমতার চেয়ে নমুনা বেশি জমা পড়ায় ফলাফল পেতে বিলম্বিত হয়েছে।
Leave a Reply