তুরস্কে গত রোববার হওয়া পার্লামেন্ট নির্বাচনে নারীরা ইতিহাস গড়েছে। দেশটির ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক নারী পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। একই দিন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। তাতে অবশ্য কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পাওয়ায় ২৮ মে দ্বিতীয় রাউন্ডের ভোট হবে।
তুরস্কের নতুন পার্লামেন্টে ২০ ভাগের বেশি নারী সদস্য স্থান পেয়েছেন। আগে সংখ্যাটি ছিল ১৭.১ ভাগ। নারীদের বেশির ভাগ আবার বয়সেও কম।
প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এবার প্রায় ১২১ জন নারী পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন। আর ৬০০ আসনবিশিষ্ট পার্লামেন্টে পুরুষ নির্বাচিত হয়েছেন ৪৭৯ জন।
গ্রিন লেফট পার্টি (ওয়াইএসপি) থেকে পুরুষদের আনুপাতিক হারে সর্বোচ্চ সংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। তবে সংখ্যার দিক থেকে এরদোগানের একে পার্টি থেকে সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী নির্বাচিত হয়েছে। একে পার্টির নারী এমপির সংখ্যা ৫০। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি ও ওয়াইএসপি থেকে ৩০ জন করে এমপি নির্বাচিত হয়েছেন।
সূত্র : ডেইলি সাবাহ
Leave a Reply