আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসতে যাচ্ছেন ব্রিটেনের নতুন রাজা কিং চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নিয়ম অনুসারে তিনি রাজা হলেও এত দিন আনুষ্ঠানিকতা হয়নি। আগামী ৬ মে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অভিষেক ঘটতে যাচ্ছে নতুন রাজার। আর এর মাধ্যমে নতুন বাঁক নিতে যাচ্ছে ব্রিটেনের ইতিহাস।
বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে, যুক্তরাজ্যে বিগত ৭০ বছরে প্রথমবারের মতো রাজঅভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে। সবশেষ ১৯৫৩ সালের জুনে অভিষেক ঘটে রানি দ্বিতীয় এলিজাবেথের। কিং চার্লসের অভিষেক অনুষ্ঠান হবে শনিবার। এর আগে সবশেষ শনিবার অভিষেক অনুষ্ঠান হয়েছিল ১৯০২ সালে। ওই বছর রাজা সপ্তম এডওয়ার্ড সিংহাসনে বসেন।
কিং চার্লসের অভিষেক অনুষ্ঠানে প্রাচীন ও আধুনিকতার মিশ্রণ থাকবে বলে আভাস দিয়েছে বাকিংহাম প্যালেস। ওই দিন একই ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুইন কনসোর্ট ক্যামিলাকে মুকুট পরানো হবে।
কিং চার্লসের অভিষেক অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহূর্তের চুলচেরা প্রস্তুতি। কোথায় অশ্বারোহী থাকবে, কোথায় হাঁটবে সুসজ্জিত পদাতিক বাহিনী, কীভাবে যাবে মোটর শোভাযাত্রা, কখন বেজে উঠবে বিউগলের আনন্দধ্বনি- সবই নির্দিষ্ট হিসাবের মধ্যে রাখা হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে বাকিংহ্যাম প্যালেসের সামনে ভিড় করছেন হাজার হাজার মানুষ। এ ছাড়া অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে একের পর এক লন্ডনে পৌঁছতে শুরু করেছেন বিশ^নেতারা। এ কারণে লন্ডনকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
সম্প্রতি কিং চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানের রুট প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, অভিষেক আয়োজনে দুটি গিল্ডেড কোচ থাকবে, যার মধ্যে একটি থাকবে এয়ার কন্ডিশনার এবং দুর্ঘটনা প্রতিরোধী। অন্যটি লেদার স্ট্রেপে মোড়ানো চার টন ওজনের একটি গাড়ি, সেটি টানতে থাকবে আটটি ঘোড়া টানা।
স্কাই নিউজের খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় অভিষেক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে চার্লস এবং ক্যামিলা ডায়মন্ড জুবিলি স্টেট কোচে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত ১.৩ মাইল আউটবাউন্ড যাত্রা করবেন। এই কোচটি ২০১৪ সালে পার্লামেন্টের স্টেট ওপেনিংয়ে রানি এলিজাবেথ প্রথম ব্যবহার করেছিলেন। এটি রয়্যাল মিউজের একটি নতুন কোচ। ফেরার পথে একই রাস্তায় তারা ২৬০ বছর বয়সি গোল্ড স্টেট কোচে ফিরবেন। এটিও ১৯৫৩ সালে রানির অভিষেকের সময় ব্যবহার করা হয়েছিল। তবে রাজা ও রানি দুজনের পিঠে ব্যথা থাকায় এই পুরনো গাড়ি তারা বেশি সময় ব্যবহার করবেন না।
অভিষেকের এই যাত্রায় রাজা ও কুইন কনসোর্টকে পাহারা দেবে হাউসহোল্ড অশ্বারোহীর দল। এ সময় তারা অ্যাডমিরালটি আর্চ হয়ে দ্য মলের নিচে যাত্রা করবেন, তারপর ট্রাফালগার স্কয়ারের দক্ষিণ দিকে যাবেন, তারপর হোয়াইটহল এবং পার্লামেন্ট স্ট্রিট বরাবর যাবেন। সেখানে যাওয়ার পর পার্লামেন্ট স্কয়ারের পূর্ব ও দক্ষিণ দিক দিয়ে ব্রড স্যাংচুয়ারিতে যাবেন এবং সর্বশেষ অ্যাবে পৌঁছবেন। রয়্যাল কালেকশন ট্রাস্টের ডেকোরেটিভ আর্টসের কিউরেটর স্যালি গুডসি জানিয়েছেন, গোল্ড স্টেট কোচ রাজ্যাভিষেকের দিনে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত অনেক বড় শোভাযাত্রার কেন্দ্রবিন্দু হবে।
জানা গেছে, গোল্ড স্টেট কোচে রাজার রাজ্যাভিষেক শোভাযাত্রায় যুক্তরাজ্য, কমনওয়েলথ এবং ব্রিটিশ ওভারসিজ টেরিটরির সশস্ত্র বাহিনীর শত শত সদস্যের পাশাপাশি সার্বভৌম দেহরক্ষী এবং রয়্যাল ওয়াটারম্যানরা উপস্থিত থাকবেন। ক্রাউন জুয়েলস রাজ্যাভিষেকের সময় ব্যবহার করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে অর্ব, গোল্ডেন স্পার্স, আর্মিলস নামে পরিচিত ব্রেসলেট, দুটি ম্যাসেস, পাঁচটি প্রতীকী তলোয়ার, আংটি, ক্রসসহ রাজদণ্ড এবং ডোভেরসহ রাজদণ্ড অন্তর্ভুক্ত রয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী অভিষেকে ক্যামিলাকে মুকুট পরানো হবে। তিনি ডোভের সঙ্গে রানি কনসোর্টের রডও ধারণ করবেন। এই রাজ্যাভিষেকের পরে ক্যামিলা রানি ক্যামিলা নামে পরিচিত হবেন।
Leave a Reply