মুসলিমদের পবিত্র রমজান মাসে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। গতকাল সোমবার এক মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক বছরের মধ্যে প্রথম রমজান মাসে কারো মৃত্যুদণ্ড কার্যকর করল দেশটি। খবর গার্ডিয়ানের।
দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেসের খবরে বলা হয়েছে, গত ২৮ মার্চ এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এটি ছিল দেশটিতে রমজানের পঞ্চম দিন। মদিনা অঞ্চলে অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়- এটি দেশটির দ্বিতীয় পবিত্রতম শহর।
বার্লিনভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব রমজান মাসে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সৌদি আরব ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল। ২০২২ সালে দেশটি ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। যা ২০২১ সালের চেয়ের দ্বিগুণের বেশি। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৬৯ জন।
Leave a Reply