ভূমিকম্পের ১০ দিন পর তুরস্ক থেকে অ্যালেইনা ওলমেজ (১৭) নামের এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির কাহরামানমারাশ শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দলের সদস্য আলি আকদোগান বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, , ‘মেয়েটি তুলনামূলকভাবে সুস্থ আছে। তবে শারীরিকভাবে খুবই দুর্বল।
তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার পর্যন্ত দেশ দুইটিতে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন ধবংস্তুপের নিচে এখনও অনেকে আটকা থাকলেও তাদের জীবিত উদ্ধারের আশা এখন নেই বললেই চলে। এরমধ্যে উদ্ধার অভিযানও কমে গেছে। এতে করে তুরস্কের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তুরস্কে বেশ কয়েকজন জীবিত লোককে উদ্ধার করা হয়েছে। কিন্তু উদ্ধার অভিযান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
Leave a Reply