1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) হঠাৎ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, তিনি বুঝতে পারছেন ‘এটাই আসলে সরে দাঁড়ানোর উপযুক্ত সময়।’

আট বছর ধরে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব পালন করে আসছেন নিকোলা স্টার্জেন। স্কটল্যান্ডের ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় এই পদে আছেন।

মিজ স্টার্জেন জানিয়েছেন, একজন উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

সম্প্রতি স্কটল্যান্ডে জেন্ডার সংস্কার, ট্রান্স-জেন্ডার বন্দী এবং স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে যেসব বিতর্ক এবং টানাপোড়ন চলছে, সেসবের সাথে তার পদত্যাগের সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

‘আমার মাথা এবং আমার মন বলছে, বিদায় নেয়ার এটাই সময়। আমার দল, আমার দেশ এবং আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’

নিকোল স্টার্জেন বলেন, এবছরের শুরু থেকেই তিনি নানামুখী আবেগ সামলাতে হিমসিম খাচ্ছিলেন।

‘সকালে ঘুম থেকে আমি নিজেকে বলতাম, নিজেকে বোঝাতাম, আমি দায়িত্ব পালন করে যেতে পারবো, সেই সক্ষমতা আমার আছে, আমি কাজ চালিয়ে যাব, কাজ চালিয়ে যাব। কিন্তু তারপরই আমার মনে হতো, এটা হয়তো সত্যি নয়।’

তিনি বলেন, শেষ পর্যন্ত তিনি নিজেকে দুটি প্রশ্ন করতেন, দায়িত্ব পালন করে যাওয়া তার জন্য সঠিক সিদ্ধান্ত কিনা, আর দ্বিতীয়ত তার দেশ, জনগণ এবং স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে এটি সঠিক সিদ্ধান্ত কিনা।

তিনি বলেন, এই দুটি প্রশ্নেরই উত্তর হচ্ছে, না।

নিকোলা স্টার্জেনের পদত্যাগের ঘোষণাকে স্কটল্যান্ডের রাজনীতিতে এক বিরাট ধাক্কা বলে বর্ণনা করছেন বিবিসির সংবাদদাতা ফিলিপ সিম।

তিনি বলেন, এর কারণ শুধু এটা নয় যে, নিকোলা স্টার্জেন বহু বছর ধরে স্কটল্যান্ডের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেতা, এটা এই কারণেও যে, স্কটল্যান্ডের স্বাধীনতা অর্জনের প্রশ্নে তার সরকার এখন এক গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি।

স্কটিশ ন্যাশনাল পার্টি স্বাধীনতার প্রশ্নে আরেকটি গণভোটের ব্যাপারে কীভাবে অগ্রসর হবে, তা নিয়ে সামনের মাসে সম্মেলন ডেকেছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্বাধীন স্কটল্যান্ডের সবচেয়ে বড় প্রবক্তা হয়ে উঠেছিলেন নিকোলা স্টার্জেন।

কিন্তু স্বাধীনতার প্রশ্নে আরেকটি গণভোট আসলে কখন হবে, তা পরিষ্কার নয়।

নিকোলা স্টার্জেন প্রথম স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হন ২০১৪ সালে। তার পূর্বসূরি অ্যালেক্স স্যামন্ড প্রথম গণভোটে হেরে বিদায় নেয়ার পর। তবে নিকোলা স্টার্জেনের নেতৃত্বে তার দল এসএনপি যুক্তরাজ্যের পার্লামেন্ট, স্কটল্যান্ড এবং স্থানীয় পর্যায়ের নির্বাচনে একের পর এক সাফল্য পায়।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com