করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ভারতের রাজধানী দিল্লিতে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর বয়স ৬৯ বছর। এনিয়ে দেশটিতে দু’জনের মৃত্যু হল।
শুক্রবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি এ খবর জানায়। এর আগে বৃহস্পতিবার কর্নাটকে ভারতে এ ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু হয়। কর্নাটকে মৃত ওই ব্যক্তির বয়সও ছিল ৭৬ বছর। তিনি সৌদি ফেরত ছিলেন। তবে দিল্লিতে মৃত বৃদ্ধার বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের ৮১টি ঘটনা ঘটেছে। করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বুধবার থেকে সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। পার্সটুডে।
Leave a Reply