মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কমলা হ্যারিস এ নিয়ে টুইটও করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার আমার করোনা পজিটিভ এসেছে। তবে কোনো উপসর্গ নেই। বিচ্ছিন্ন থাকব। সিডিসির নির্দেশনা অনুসরণ করব। আমি বুস্টার ডোজসহ টিকা পাওয়ায় কৃতজ্ঞ।’
কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, র্যাপিড ও পিসিআর উভয় পরীক্ষায় ভাইস প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়। তিনি সঙ্গনিরোধ অবস্থায় থাকবেন। ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন তিনি।
কার্স্টেন অ্যালেন আরও বলেন, কমলা হ্যারিস সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সান্নিধ্যে আসেননি। করোনা পরীক্ষায় নেগেটিভ এলে কমলা হ্যারিস হোয়াইট হাউসে ফিরবেন।
Leave a Reply