পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদি কারাগারে অনশন পালন করছেন। তার আইনজীবী ও পরিবারের পক্ষ থেকে গতকাল সোমবার এ কথা বলা হয়।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে লাদেনের গতিবিধির তথ্য দিয়ে সহায়তা করেছিলেন শাকিল। এ জন্য তিনি ভুয়া টিকাদান কর্মসূচিতেও অংশ নিয়েছেন, যাতে লাদেনের সন্ধান পেতে সহজ হয়।
২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেন হত্যার অভিযানেও শাকিল যুক্তরাষ্ট্রকে সহায়তা করেন। বর্তমানে তিনি পাঞ্জাবের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। সেখানেই তিনি অনশন পালন করছেন।
সন্ত্রাসের সঙ্গে সংযোগ থাকার অভিযোগে ২০১২ সালে তার ৩৩ বছরের কারাদ- দেন আদালত। পরবর্তীতে তার সাজা দশ বছর কমানো হয়। শাকিলের সঙ্গে দেখা করে তার ভাই জামিল আফ্রিদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, অবিচার ও অমানিবকতার বিরুদ্ধে এটি (শাকিলের অনশন) প্রতিবাদ। এনডিটিভি।
Leave a Reply