1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

আইপিএলে দল পেলেন যারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় শুরু হয় এই নিলাম। আজ ১৬১ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ নিলাম শুরুর আগেই উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে। নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। শাহরুখের কলকাতা নাইট রাইডার্স থেকে নিলামে অংশ নিয়েছেন দলটির সিইও বেঙ্কি মাইসোর ও বোলিং কোচ ভরত অরুণ।

এ নিলামে অংশ নিচ্ছেন মোট ৫৯০ জন ক্রিকেটার। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এবারের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশি পাঁচ ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

এদিকে, নিলামের আগেই বেশ কয়েকজন তারকাকে নিজেদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একনজরে দেখে নেই এখন পর্যন্ত কোন দলে গেলেন কোন তারকা।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)

আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি রুপি), বরুণ চক্রবর্তী (৮ কোটি রুপি), সুনীল নারিন (৬ কোটি রুপি)

মুম্বাই ইন্ডিয়ানস (এমআই)

রোহিত শর্মা (১৬ কোটি রুপি), জাসপ্রিত বুমরা (১২ কোটি রুপি), সূর্যকুমার যাদব (৮ কোটি রুপি), কাইরন পোলার্ড (৬ কোটি রুপি)

রাজস্থান রয়্যালস (আরআর)

সঞ্জু স্যামসন (১৪ কোটি রুপি), জস বাটলার (১০ কোটি রুপি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি রুপি)

চেন্নাই সুপার কিংস (সিএসকে)

রবীন্দ্র জাদেজা (১৬ কোটি রুপি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি রুপি), মঈন আলী (৮ কোটি রুপি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি রুপি)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)

বিরাট কোহলি (১৫ কোটি রুপি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি),মোহাম্মদ সিরাজ (৭ কোটি রুপি), ফাফ ডুপ্লেসি (৭ কোটি)

সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)

কেইন উইলিয়ামসন (১৪ কোটি রুপি), আবদুল সামাদ (৪ কোটি রুপি), উমরান মালিক (৪ কোটি রুপি)

পাঞ্জাব কিংস

মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি রুপি), আর্শদীপ সিং (৪ কোটি রুপি)

দিল্লি ক্যাপিটালস

ঋষভ পন্ত (১৬ কোটি রুপি), অক্ষর প্যাটেল (৯ কোটি রুপি), পৃথ্বী শ (৭.৫ কোটি রুপি), আনরিখ নরকিয়া (৬.৫ কোটি রুপি), ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি)

গুজরাট টাইটানস

হার্দিক পান্ডিয়া (১৫ কোটি রুপি), রশিদ খান (১৫ কোটি রুপি), শুবমান গিল (৮ কোটি রুপি), মোহাম্মদ শামি (৬.)

লক্ষনউ সুপার জায়ান্টস

লোকেশ রাহুল (১৭ কোটি রুপি), মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি), রবি বিষ্ণয় (৫ কোটি রুপি), কইন্টন ডি কক (৬.৭৫ কোটি)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com