ফেনীর দাগনভূঞা উপজেলায় পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দাগনভূঞা উপজেলার জায়লষ্কর ইউনিয়নের জায়লষ্কর গ্রামের শাহ আলম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুরুল আফছার (৪৫), তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। এই ঘটনায় মো. জনি (২০), মো. জাহিদুল ইসলাম (১৮) ও রোকেয়া বেগম লাইলীসহ (৪৫) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা তিনজনই নিহত আফছারের বড় ভাই শফিকুর রহমানে স্ত্রী ও সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে জায়লষ্কার ইউনিয়নের জায়লষ্কর গ্রামের শাহ আলম মাস্টার বাড়িতে ঘর ঝাড়ু দিয়ে পথে ময়লা-আবর্জনা ফেলার ঘটনাকে কেন্দ্র করে জনি ও জাহিদের মা রোকেয়া বেগম লাইলি সঙ্গে তাদের চাচি নুর জাহানের ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে বাড়ির পুরুষ সদস্যরাও ঝগড়ায় যোগ দেন। বিকেলে শুরু হয়ে ঝগড়া সন্ধ্যা পর্যন্ত গড়ালে নুরুল আফছার ঝগড়া থামাতে যান। একপর্যায়ে তার ভাজিতারা তাকে কিল ঘুষি মারতে থাকেন। ভাতিজা জাহিদুল ইসলাম নুরুল আফছারকে লক্ষ্য করে একটি ইট ছুঁড়ে মারলে ইট গিয়ে নুরুল আফছারের বুকে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন নুরুল আফছার, ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আফছারের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার গ্রেপ্তার তিনজনসহ চারজনকে আসামি করা হয়েছে।
Leave a Reply